লৌহজংয়ে জিপি-এ ৫ পেয়েছে ৫৬ জন শিক্ষার্থী
প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ১৭:০০ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৬
এবার চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১৬৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন এর মধ্যে পাশ করেন ১৪৩২ জন শিক্ষার্থী। প্রতিবারের ন্যায় এবারও কাজীরপাগলা অভয় তালুকদার ইন্সটিটিউশন শত ভাগ পাশ করে তার কৃতিত্ব বজায় রেখেছে । আর জিপি-এ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংক্ষা ৫৬ । এরমধ্যে লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ৮ জন, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ৯ জন, হলদিয়া উচ্চ বিদ্যালয় ৯ জন, ব্রাক্ষনগাঁও উচ্চ বিদ্যালয় ১০ জন, কাজীরপাগলা অভয় তালুকদার ইন্সটিটিউশন ৬ জন, মেদিনীমন্ডল আনোয়ার চৌ: উচ্চ বিদ্যালয় ৪ জন, নওপাড়া উচ্চ বিদ্যালয় ৩ জন, কলমা এলকে উচ্চ বিদ্যালয় ৩ জন, যশলদিয়া উচ্চ বিদ্যালয় ১ জন, পয়সা কেরামাতিয়া দাখিল মাদরাসা ১ জন, রসুলপুর দাখিল মাদরাসা ১ জন ও মৌছা আমেনা হাকিম দাখিল মাদরাসা ১ জন সহ মোট ৫৬ জন শিক্ষার্থী জিপি-এ ৫ পেয়েছে ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত