লৌহজংয়ে জাতীয় ভোটার দিবসে র‍্যালি ও আলোচনা 

  মিজানুর রহমান ঝিলু 

প্রকাশ: ২ মার্চ ২০২৫, ১৮:৪৭ |  আপডেট  : ৩ মার্চ ২০২৫, ১১:২৯

তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে- প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে  উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম। সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সরকারি লৌহজং কলেজের উপাধ্যক্ষ সহিদুর রহমান শিকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, লৌহজং প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান ঝিলু, লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান ও ছাত্র প্রতিনিধি মারুফ শিকদার।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত