লৌহজংয়ে জনসাধারণের সাথে সাংসদ এমিলির উন্মুক্ত সভা

  লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা 

প্রকাশ: ৭ জুন ২০২১, ২১:৪২ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৭:৩১

মুন্সীগঞ্জ-২ (লৌহজং -টঙ্গীবাড়ি) আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি লৌহজং উপজেলায় জনসাধারণের সাথে উন্মুক্ত সভা করেছেন। আজ সোমবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে  সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদারের সঞ্চালনায় সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি মনোযোগ দিয়ে এক এক করে সাধারণ, অসহায় ও দরিদ্র মানুষের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা শোনেন। পরে সাংসদ এমিলি সেসব সমস্যা ও চাহিদা বাস্তবায়নে আশ্বাস প্রদান করেন। 

সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লৌহজংয়ের সন্তান জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক প্রয়াত আতিকউল্লাহ খান মাসুদসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম মোল্লা, রফিকুল ঢালী, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, আনোয়ার হোসেন, বিএম শোয়েব, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোড়ল, গ্রামনগর বার্তার প্রকাশক খান নজরুল ইসলাম হান্নান, জেলা পরিষদের সাবেক সদস্য আক্তার হোসেন খান লাবু, বর্তমান সদস্য আকলিমা খাতুুুন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, বর্তমান ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বেজগাও ইউপি চেয়ারম্যান আমির হোসেন তালুকদার, কলমা ইউপি চেয়ারম্যান শেখ মোতালেব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইলিয়াস আহমেদ মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর কবির খান, সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু  প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত