লৌহজংয়ে জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপিত  

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৮ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৭:৩৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে লৌহজং উপজলা আওয়ামী লীগ। 

এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও কেক কেটে দলীয় সভানেত্রীর জন্মদিন উদযাপন করেন নেতা কর্মীরা। 

কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওসমান গনি তালুকদার , সাধারণ সম্পাদক  আব্দুর রশিদ  শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, শেখ আনোয়ার ও বিএম শোয়েব, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন মোড়ল, সদস্য শেখ নিজাম, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক খান নজরুল ইসলাম হান্নান, উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর কবির খান, সাধারণ সম্পাদক শাজাহান খান সাজু প্রমুখ। এছাড়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের  নেতানকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় নেতারা দলীয় প্রধান শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলার আহ্বান জানান। এ ছাড়াও লৌহজংয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ,  লৌহজং কলেজ ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, ছাত্রলীগ যুবলীগ পৃথক পৃথক ভাবে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করে।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত