লৌহজংয়ে গ্রাম আদালতের সভা ও ভিডিও প্রদর্শনী 

  মিজানুর রহমান ঝিলু

প্রকাশ: ৬ মার্চ ২০২৫, ১৮:৩৮ |  আপডেট  : ৬ মার্চ ২০২৫, ১৮:৫৯

মুন্সীগঞ্জের লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার বেজগাঁও ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এর আয়োজন করে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্পের স্থানীয় সরকার বিভাগ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেজগাঁও ইউপির প্যানেল চেয়ারম্যান মো. মানিক চোকদার। সভা সঞ্চালনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের উপজেলা কো-অর্ডিনেটর শিলা আক্তার। সভায় বক্তব্য রাখেন নারীনেত্রী সালমা পারভেজ, ইউপি সদস্য তাহের মৃধা ও মো. সালাউদ্দিন স্বপন। এ সময় বেজগাঁও ইউনিয়ন পরিষদের সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ভিডিও প্রদর্শনীতে গ্রাম আদালতে মামলা করার পদ্ধতি এবং প্রতিকারের বিষয় নাটিকার মাধ্যমে তুলে ধরা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত