লৌহজংয়ে গ্রামনগর বার্তার প্রকাশকের পূজামণ্ডপ পরিদর্শন
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১৪:৪১ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৮:০৯
গতকাল বুধবার সন্ধ্যায় দুর্গা উৎসব উপলক্ষে গ্রামনগর বার্তার প্রকাশক খান নজরুল ইসলাম হান্নান লৌহজংয়ের কুমারভোগ ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী লোকদের সাথে মতবিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
খান নজরুল ইসলাম হান্নান কুমারভোগ ইউনিয়নের খড়িয়া পাল বাড়ী পূজামন্ডব, খড়িয়া দাস পাড়া পূজামন্ডপ, চন্দ্রেরবাড়ী পুজামন্ডপ ও শিমুলিয়া গোপাল আখড়া পূজা মন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন - কুমারভোগ ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার খান, কুমারভোগ ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বলরাম মৃধা, ৬নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি মোঃ মতিউর রহমান বেপারী (মতি), ৭ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ দিদার খান, কুমারভোগ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি তৌফিকুর রহমান বুলেট, লৌহজং উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোঃ মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন ও সহসাধারণ সম্পাদক নাঈম হোসেন মোল্লা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন - আতাউর রহমান মাদবর, আঃ রাজ্জাক হাওলাদার, ধলু চোকলাদার, হাফেজ বেপারী, জহিরুল ইসলাম খান (শ্যামল), ফারুক হাওলাদার, শাহিন পাঠান, লিয়াকত হোসেন, মনির হোসেন প্রমূখ।
এর আগে তিনি লৌহজং-টঙ্গীবাড়ীর সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমেলির সফর সঙ্গী হয়ে লৌহজং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত