লৌহজংয়ে খড়িয়া জনকল্যাণ পরিষদের শিক্ষা বৃত্তি প্রদান
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ২০:০৫ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ২২:৪০
মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া বাজারে আজ সকাল ১১ টায় খড়িয়া জনকল্যাণ পরিষদ কুমারভোগ ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ২০ জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও ৬৫ জন ছাত্র-ছাত্রীর মধ্যে শিক্ষা সামগ্রী প্রদান করেছে।
আব্দুস সোবাহান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মুন্সীগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের লৌহজং উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব রশিদ শিকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খড়িয়া জনকল্যাণ পরিষদের পরিচালক খান নজরুল ইসলাম হান্নান।আরো বক্তব্য রাখেন সরকারি হলদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আমজাদ হোসেন মোল্লা প্রমুখ।
উপস্থিত ছিলেন কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম দেওয়ান, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সহসভাপতি শামীম ফরাজী, লৌহজং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু, সহসভাপতি দেলোয়ার হোসেন, আমজাদ শেখ, আব্দুল জলিল, নাসির বেপারি, আবুল বাশার খান, শেখ কালাম, সাইদুর রহমান, দেলায়ার হোসেন প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত