লৌহজংয়ে খিদির পাড়া ইউনিয়নে উম্মুক্ত বাজেট ঘোষণা

   লৌহজং(মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ৩১ মে ২০২২, ১৬:৪৫ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ১৮:৩০

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার  খিদির পাড়া  ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।  মঙ্গলবার খিদির পাড়া ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে  ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়।

 ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মো. আবুল কালাম আজাদের  সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আওলাদ হোসেন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ডা: মো. আব্দুল আউয়াল। 

 ইউনিয়ন পরিষদের সচিব মো. শফিকুল ইসলাম ১ কোটি ২৪ লাখ  ৪৬ হাজার ৮৭০ টাকার বাজেট পেশ করেন। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত