লৌহজংয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন 

  লৌহজং থেকে শেখ মো.সোহেল রানা :

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ১৯:৩৭ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ০০:০২

মুন্সীগঞ্জ লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকাল ১১ ঘটিকায় স্থানীয় জন প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিতিতে সেচ কাজের সুবিধার্থে এবং বর্ষার মৌসুমে শেষে পানি প্রবাহ ঠিক থাকার উদ্দেশ্যে ঘৌড়দৌড় বাজার খাল পুনরায় খননের শুভ উদ্বোধন করা হয়েছে।

মুন্সীগঞ্জ -২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলির নির্দেশে এই কাজের বাস্তবায়ন করা হচ্ছে।দীর্ঘদিন খালটিতে পানি প্রবাহ বন্ধ থাকায় কৃষি কাজে ব্যাহত হচ্ছিল। জলাবদ্ধতা নিষ্কাশন ও বর্ষায়,পদ্মানদীর পানি প্রবাহ ঠিক রাখতে লৌহজংয়ে ঘোড়দৌড় পদ্মানদী তীরবর্তী খাল থেকে খিদিরপাড়া পযর্ন্ত ২ কিলোমিটার খাল পুনরায় খনন করা প্রয়োজন হয়ে দাড়ায়। এ খাল খননের ফলে সুবিধা পাবে লৌহজং-তেউটিয়া, বেজগাঁও, বৌলতলী, কনকসার, খিদিরপাড়া পাঁচটি ইউনিয়নের কৃষক। প্রায় ৩শত হাজার হেক্টর জমির কৃষক  তাদের জমিতে সঠিক সময় ফলন করতে পারবে। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এর উদ্যোগে ২১লাখ টাকা বরাদ্দকৃত এ খাল নির্মাণ করা হবে। খালটি ১২ মিটার প্রশস্ত ও ৬ মিটার গভীর করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল রশিদ শিকদার। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের মুন্সীগঞ্জ -২ আসনের  সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলির  মহতী উদ্যোগে খালটি পুনরায় খনন কাজ শুরু করা হয়েছে। আমাদের নেত্রী সর্বদা কৃষকদের কথা চিন্তা ভাবনা করেন। তাদের সর্বপ্রকার সাহায্য ও সহযোগিতা করেন।খালটির নাব‍্যতা সংকটের কারণে ইরি -বোরো চাষের ওপর নির্ভরশীল চাষিদের পরিবার ও চরম সংকটকে মধ্যে দিন পার করছিলেন। তবে খাল খনন হয়ে গেলে পানি প্রবাহ ঠিক থাকলে আগামীতে কৃষি জমিগুলো  বছর জুড়ে ফসলে ভরা থাকবে। কৃষকের মুখেও হাসি ফুটবে। উপস্থিত নেতা-কর্মী ও সকলকে এই কাজে সহযোগিতা করতে তিনি অনুরোধ করেন।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল আউয়াল এর সভাপতিত্বে এবং লৌহজং কৃষি কর্মকর্তা মো.শরীফুল ইসলামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা ভাইস চেয়ারম্যান মো.তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, মুন্সীগঞ্জ জেলা বিএডিসি সহকারী প্রকৌশলী অজয় কুমার রায়, লৌহজং উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো.মেহেদী হাচান, কনকসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.বিদ‍্যুৎ আলম মোড়ল, লৌহজং তেউটিয়া ইউনিয়ন চেয়ারম্যান হাজী মো.রফিকুল ইসলাম মোল্লা, বেজগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.ফারুক ইকবাল,বৌলতলী ইউনিয়ন চেয়ারম্যান হাজী আব্দুল মালেক খান, লৌহজং তেউটিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.মিজানুর রহমান মোল্লা, আবু নাছের রতন, মো.তুহিন বেপারী সহ অনেকেই উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত