লৌহজংয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন

   লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:  

প্রকাশ: ৭ নভেম্বর ২০২১, ১৮:৩৪ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:২০

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন লৌহজং উপজেলা এর আয়োজনে রোববার বেলা দেড়টায় উপজেলা পরিষদ মাঠে ১০টি ইউনিয়নের ১৯শ’ ৯৫ জন কৃষকের মাঝে বীনা মুল্যে বীজ ও সার বিতরন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।  

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলামের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা  পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ ওসমান গনি তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদার, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মেহেদি হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোপাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, লৌহজং থানার ওসি মো. মাসুদুর রহমান, জেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান আখলিমা আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফারুক ইকবাল মৃধা, মো. মনির হোসেন মোড়ল, মো. ফিরোজ আলম মোল্লা প্রমুখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত