লৌহজংয়ে এসপির ভাই পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

  লৌহজং প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ১০:১৯ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ১৩:২৪

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভুয়া এসপির ভাই পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারণার অভিযোগে শাহিন নামে এক যুবককে গ্রেফতার করেছে লৌহজং থানা পুলিশ। (২৩ মার্চ) বুধবার রাত ১২টার দিকে উপজেলার হলদিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক শাহিনের বিরুদ্ধে প্রতারণা মামলা করে তাকে কোর্ট হাজতে পাঠিয়েছে পুলিশ। হলদিয়া বাজারের মুদি দোকানি মো. পলাশ ফকির বাদী হয়ে শাহিনের বিরুদ্ধে মামলা করেছেন।

লৌহজং থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আটক শাহিন আলম চার মাস আগে স্ত্রী ও এক সন্তান নিয়ে উপজেলার দক্ষিণ হলদিয়া গ্রামের দেওয়ান কান্দি এলাকায় বাসা ভাড়া নেয়। এরপর স্থানীয় কয়েক ব্যক্তির কাছে সিআইডি এসপির ভাই পরিচয় দিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়। সর্বশেষ সালাম দেওয়ান নামে এক ব্যক্তির কাছে ভুয়া সিআইডির এসপি ভাই পরিচয়ে ৩০ হাজার টাকা নেন। সে সাথে দোকানী পলাশের কাছ থেকে ২০ কেজি চাল নেয়। এবং সে সুবাদে পলাশ আমাদের জানায়। তারপর শাহিনকে আটক করা হয়। এ বিষয় থানায় মামলা হয়েছে। এবং বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে মুন্সীগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত