লৌহজংয়ে এমপি এমিলির নিজস্ব উদ্যোগে ৩ হাজার পিছ শাড়ী বিতরন

  লৌহজং  প্রতিনিধি :

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ২১:০৪ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ২০:৫১

শুক্রবার বিকেলে লৌহজং উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলির ব্যাক্তিগত উদ্যোগে ১০টি ইউনিয়নে দুস্থ্যদের মাঝে ঈদ উপহার হিসেবে ১০ টি ইউনিয়নের আ’লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে ৩ হাজার পিছ শাড়ী কাপড় তুলে দেন। 

এসময় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যবে এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, আওয়ামীলীগের সরকার সবসময় জনগনের সাথে আছে দুরদিনে একমাএ আওয়ামীলীগের সরকার দুখী: মানুষের পাশে দাড়িয়েছে । হেফাজত করে যারা সোনার বাংলাকে পাকিস্তান বানাতে চেয়েছে তাদের বাসনা কখোনো এদেশের মাটিতে পুরন হতে দেয়া যাবে না। তারা সাধারন মানষের কথা ভাবে না। তারা দেশে অরাজগতা সৃষ্ঠি করে নিজেদের ফায়দা লুটতে চেয়ে ছিলো জনগণ তা বুজতে পেরেছে। 

উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সিরাজুল ইসলাম মৃধার সভাপতিত্বে  এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদার, মো. রফিকুল ইসলাম ঢালী,  যুগ্ম সাধারন সম্পাদক মো. মেহেদি হাসান, জেলা আ’মীলীগের নেতা  মো. তোপাজ্জল হোসেন তপন, সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন মোড়ল,  আবু ফায়সাল নিপু ফকির,  মো. জাকির হোসেন বেপারী,  মো. ফারুক ইকবাল মৃধা, মো. আশরাফ হোসেন খান, শেখ মো. আলী আকবর, মো. লুৎফর রহমান তালুকদার, মো. সেলিম দেওয়ান,  হাজী মো. মোজাম্মেল হক, মো. মনির হোসেন মোড়ল, মো. আবুল কালাম আজাদ, মো. মোস্তাক আহাম্মেদ, মো. মিজানুর রহমান মোল্লা, মো. আবু নাসের রতন, মো. ফিরোজ আলম মোল্লা, আব্দুল মালেক শিকদার, হাজী মো. তোপাজ্জল হোসেন শেখ, মো. আহাম্মদ বেপারী, মোহাম্মদ মোস্তফা কামাল,   এইচ এম আজিজুল হক, মো. আবুল কালাম আজাদ, মো. আক্তারুজ্জামান মোল্লা, মো. মোতালেব শেখ, উপজেলা  যুবলীগের সভাপতি মো. আলমঙ্গীর কবীর খান, সাধারন সম্পাদক শাহজাহান খান সাজু, যুগ্ম সম্পাদক মো. হুমায়ুন কবীর খোকা মৃধা, মো. হামিদুর রহমান জুয়েল, মো. বিদ্যুত আলম মোড়ল, মো. শফিকুল ইসলাম মাদবর,মো. সালাউদ্দিন মাদবর প্রমুখ।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত