লৌহজংয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন
মিজানুর রহমান ঝিলু
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১৯:১৭ | আপডেট : ৯ ডিসেম্বর ২০২৫, ২৩:৩৫
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে মঙ্গলবার সকালে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান সড়কে মানববন্ধনে নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মিজানুর রহমান ঝিলুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আহমেদ জুয়েল। অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মহিউদ্দিন শিকদার, সহসভাপতি মোকসেদ আলম, সদস্য সালমা পারভেজ, ফেরদাউস হিলাল ও রাশেদ আহমেদ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত