লৌহজংয়ে অবারিত বাংলা'র শিক্ষক সংবর্ধনা 

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ মে ২০২৪, ১৮:২৬ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ২১:০৭

মানুষ গড়ার কারিগর অবসরপ্রাপ্ত শিক্ষাগুরুদের সংবর্ধনা দিলেন আর্থ-সামাজিক  উন্নয়ন ও গবেষণা কেন্দ্র ‘ অবারিত  বাংলা ’। গতকাল (১০ মে,শুক্রবার) মুন্সীগঞ্জের লৌহজংস্থ সংগঠনটির কার্যালয়ে ১১ জন শিক্ষককে উত্তরীয় পরিধান ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবারিত বাংলা‘র সহ-সভাপতি অলক মিত্র ও সঞ্চালনায় ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক খান নজরুল ইসলাম হান্নান। 

অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত শিক্ষকদের মেঠো ফোনের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন অবারিত বাংলা‘র চেয়ারম্যান ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. আনোয়ার হোসেন। তিনি সংবর্ধিত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাদেরকে দেশের জন্য তৈরি করেছেন। আমরা আপনাদের আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছি। আপনাদের সম্মান জানাতে পেরে আমরা গর্ববোধ করছি। সংগঠনের নির্বাহী পরিচালক খান নজরুল ইসলাম হান্নান বলেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। একটি উন্নত জাতি গড়ার নেপথ্যে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।তিনি বলেন শৈশবে, কৈশরে এই শিক্ষকেরা আমাদের পড়াশোনা করিয়েছেন। তাদের ঘটা করে হলেও সংবর্ধনা দিতে পেরে গর্বিত আমরা।’ 

সংবর্ধিত শিক্ষকরা অবারিত বাংলা‘র এধরণের আয়োজনে আবেগাপ্লুত হয়ে পরেন। এই আয়োজন প্রসঙ্গে কানাডা প্রবাসী  শিক্ষক আব্দুস সামাদ খান নান্টু বলেন, অবারিত বাংলা আজ আমাদের যে সম্মান দেখালেন শিক্ষকতার প্রতিদান স্বরূপ শেষ বয়সে এটা আমাদের শ্রেষ্ঠ পুরস্কার। আমরা সংগঠনটি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

যারা পদক পেলেন :
* আব্দুস সামাদ খান (নান্টু) 
* শেখ ফজলুর রহমান মাষ্টার 
* আব্দুর রহমান মাষ্টার 
* মনোয়ার মাহাবুব-উল-আলম (দিদার)
* মো. আজিজুল হক মাষ্টার 
* অরুণ কুমার বিশ্বাস 
* মো. সিরাজুল ইসলাম 
* মো. শহিদুল ইসলাম খান (শহিদ)
* এইচ, এম, এ জলিল
* রওশন আরা বেগম
* মোসাঃ হাসিনা আক্তার  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত