লৌহজংয়ের সুমাইয়া দেশ সেরা কনটেন্ট নির্মাতা
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১৭:০২ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:০৮
জনপ্রিয় শিক্ষামূলক ডিজিটাল ওয়েব পোর্টাল 'শিক্ষক বাতায়ন'-এ দেশ সেরা কনটেন্ট নির্মাতা হয়েছেন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সুমাইয়া তাবাসসুম। সুমাইয়া উপজেলার নাগেরহাট নতুনকান্দি এম.বি. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বাংলাদেশের শিক্ষকদের মেধা বিকাশের এক অন্যতম মাধ্যম শিক্ষক বাতায়ন। সারা দেশের ৬ লক্ষ ৪৭ হাজার ২৮৭ জন শিক্ষক এ ওয়েবসাইটে অন্তর্ভুক্ত রয়েছেন।
সুমাইয়া তাবাসসুম ২০১৯ সালে মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হন। শিক্ষক বাতায়নে ২০২১ সালের ১৮ জানুয়ারি তিনি মুন্সীগঞ্জ জেলায় প্রাথমিক শিক্ষকদের মধ্যে প্রথম আইসিটি এম্বাসেডর নির্বাচিত হন।
একই বছরের ২ নভেম্বর তিনি তার উদ্ভাবনী আইডিয়া "ওয়ার্ডস কর্ণার" দিয়ে দেশ সেরা উদ্ভাবক নির্বাচিত হন। ২০২৪ সালের ১৮ অক্টোবর সফলতার গল্প ক্যাটাগরিতে তার গল্প "অপরাজিতা" শিক্ষক বাতায়নে স্থান পায়। এছাড়াও সুমাইয়া তাবাসসুম সংসদ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ইংরেজি বিষয়ে পাঠদান করেছেন। তার সকল কার্যক্রমে উৎসাহ প্রদানের জন্য তাঁর পরিবার, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত