লৌহজংয়ের মেদিনীমণ্ডল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
প্রকাশ: ২৯ মে ২০২২, ২০:১৪ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:০৭
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেলে মাওয়া কালির খিল মাঠে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়।
ইউপি চেয়ারম্যান মো. আশরাফ হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলী আকবর হাওলাদার।
ইউনিয়ন পরিষদের সচিব মো. আবদুর রহিম ১ কোটি ২৮ লাখ ১১ হাজার ৪৩৪ টাকার বাজেট পেশ করেন। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত