লৌহজংয়ের ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ে ফের সভাপতি মেহেদী হাসান

  মিজানুর রহমান ঝিলু

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ১৫:৪৭ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ১৩:৪০

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুই বছর মেয়াদী ম্যানেজিং কমিটিতে ১০ মাসের ব্যবধানে সভাপতি পদে তিনবার নির্বাচন হয়েছে। সর্বশেষ গতকাল বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মেহেদী হাসান। গত ১২ জুলাই বিদ্যালয়ের সভাপতি মো. আনোয়ার হোসেন মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়। এর আগে গত বছর ১৪ সেপ্টেম্বর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ২১ সেপ্টেম্বর নির্বাচিত অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি ও দাতা সদস্যদের ভোটে মো. মেহেদী হাসান সভাপতি হন। এতে সে সময় প্রতিদ্বন্দ্বিতা করে ৫-৪ ভোটে পরাজিত হন সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন। পরে তিনি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঢাকা শিক্ষাবোর্ডে আবেদন করেন। পরে তদন্ত করে মেহেদী হাসানের সভাপতিত্ব পদ বাতিল করে পুনরায় সভাপতি পদে নির্বাচন করার আদেশ দেয় শিক্ষাবোর্ড। গত ডিসেম্বরে দ্বিতীয়বার নির্বাচনে ৫-৪ ভোটে মেহেদী হাসানকে পরাজিত করে সভাপতি হন আনোয়ার হোসেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত