লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন নৌকার মনোনয়ন প্রত্যাশী ফারুক ইকবাল মৃধার ডিজিটাল প্রচারনা
প্রকাশ: ৭ নভেম্বর ২০২১, ১৮:৪৫ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১৫:১৫
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের আওয়ামীলীগের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী ফারুক ইকবাল মৃধা ডিজিটাল প্রচারনা শুরু করেছে। বেজগাঁও ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এই প্রচারনা শুরু হয়েছে এর অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে গনিশাহ প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারের নানা উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে বড় পদ্মায় তিন ঘন্টা ব্যাপি ডিজিটাল প্রচারনা শুরু করা হয়।
এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কাার মনোনয়ন প্রত্যাশী ফারুক ইকবাল মৃধার পক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সাজিদ খান সঞ্জয়ের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোপাজ্জল হোসেন তপন। বক্তব্য রাখেন নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী মো. ফারুক ইকবাল মৃধা, বিক্রমপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং বিশ^বিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন দিদার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ ও ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত