লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ফারুক ইকবাল মৃধার উঠান বৈঠক  

  লৌহজং প্রতিনিধি:  

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ১৮:২০ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০১:৩৬

আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপের  নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ফারুক ইকবাল মৃধা মিছিল ও উঠান বৈঠকের মধ্যে দিয়ে প্রচার প্রচারনার কাজ শুরু করেছে। এই ধারাবাহিকতায় শুক্রবার রাতে বেজগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে উঠান বৈঠকের আয়োজন করা হয় বেজগাঁও ৩ নং ওয়ার্ড আত্নপল্লিতে।  এর পাশাপাশি সরকারের নানা উন্নয়নের ধারাবাহিকতা ও সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলির  লৌহজংয়ের নানা উন্নয়ন তুলে ধরে বড় পদ্মায়  ডিজিটাল প্রচারনা করা হয়। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কাার মনোনয়ন প্রত্যাশী ফারুক ইকবাল মৃধার পক্ষে উঠান  বৈঠকের আয়োজন করা হয়। 

উঠান বৈঠকে  বীর মুক্তিযোদ্বা মো. আওলাদ হোসেন বেপারীর সভাপতিত্বে ও লৌহজং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজিদ খান সঞ্জয়ের সঞ্জালনায় প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোপাজ্জল হোসেন তপন।   বক্তব্য রাখেন নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী মো. ফারুক ইকবাল মৃধা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন , উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ মোড়ল,  বিক্রমপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মো. খোরশেদ আলম বেপারী, মো. দুলাল মাদবর, বাচ্চু মোড়ল, সাইফুল ইসলাম শরীফ, ওবাজল শেখ, মো. সুজন হাওলাদার, মো. আলমঙ্গীর হোসেন বাবু,  ইউপি সদস্য শারমিন আক্তার,  সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত