লৌহজংয়ের বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রাজ্জাক খান মারা গেছেন
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৮ | আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৮
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মৌছা গ্রামের আবদুর রাজ্জাক খান আজ (বুধবার) ঢাকায় নিজ অফিসে কাজ করার সময় হঠাৎ মেসিভ হার্ট এ্যাটাক্টে ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ...... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
আব্দুর রাজ্জাক খাম অত্যন্ত বিনয়ী ও বিশিষ্ট সমাজ সেবক হিসেবে এলাকায় সকলের প্রিয় মানুষ ছিলেন। তিনি বিক্রমপুর ফাউন্ডেশনের প্রথম জীবন সদস্য ছিলেন।এছাড়াও তিনি ঢাকাস্থ বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে চলতি বছরে সিআইপির মর্যাদা লাভ করছিলেন। এলাকায় একজন দানবীর হিসেবে তার সুনাম রয়েছে। তার প্রতিষ্ঠিত মৌছা আমেনা-হাকিম মাদ্রাসা মুন্সীগঞ্জ জেলায় বেশ সুনাম অর্জন করেছে।
আব্দুর রাজ্জাক খানের মৃত্যুতে স্থানীয় এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, বীর মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেন, বিক্রমপুর ফাউন্ডেশন, অবারিত বাংলা ও গ্রামনগর বার্তা পরিবারের পক্ষ গভীর শোক প্রকাশ করছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক মেয়ে রেখে গেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত