লৌহজংয়ের নাগেরহাটে বিট পুলিশিং বৈঠক
প্রকাশ: ২৩ মে ২০২৩, ১১:৫২ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৭:৫৩
"বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি। আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন'' স্লোগান সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের নাগেরহাট বাজারে বিট পুলিশিং সভা হয়েছে।
সোমবার বিকেল পাঁচটায় লৌহজং থানার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল তায়াবীর। উপজেলা যুবলীগের সহসম্পাদক রাসেল আলম রাজুর সঞ্চালনায় সভায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অলক কুমার মিত্র, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নুরনবী বেপারী, বিশিষ্ট সমাজসেবী শেখ মো. শাহিন, প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ, চুরি ও সন্ত্রাস বিরোধী বিষয়ে আলোচনা করেন। সভায় কনকসার ইউনিয়নের গৃহবধূ থেকে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ সভায় উপস্থিত ছিলেন। তাঁরা আইনশৃঙ্খলা বিষয়ে স্থানীয় সমস্যা সমাধানে পুলিশের সহযোগিতা কামনা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত