লোডশেডিং: এসএমএস ’র মাধ্যমে গ্রাহককে অবহিত করার নির্দেশ
প্রকাশ: ২১ জুলাই ২০২২, ১১:৪৬ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:১২
বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্য বৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সারা দেশে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। এই লোডশেডিংয়ের বিষয়ে বিতরণ সংস্থা বা কোম্পানিগুলো সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদেরকে এসএমএস’ র মাধ্যমে অবহিত করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিভাগের উপসচিব জাহিদুল ইসলামের সই করা এক চিঠিতে বুধবার (২০ জুলাই) এই নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, দুটি এসএমএস ’র মাধ্যমে লোডশেডিংয়ের বিষয়টি গ্রাহকদের অবহিত করতে হবে।
এসএমএস দুইটি হলো—
১. লোডশেডিং এবং নির্দিষ্ট এলাকার লোডশেডের জন্য দুঃখিত।
২. নির্দিষ্ট সময়সূচির বাইরে কোনও লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের কথা যাতে ভোক্তারা জানতে পারেন, সেকারণে হটলাইন, কমপ্লেইন সেন্টার এবং সংশ্লিষ্ট ডিউটি অফিসারের নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হলো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত