লৌহজংয়ে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ'লীগ নেতা বহিষ্কার
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০৯:৫০ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৭:১৩
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে স্বতন্ত্র (বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করায় কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব শেখকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত শনিবার (১৮ ডিসেম্বর) উপজেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি ওসমান গনী তালুকদার ও সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদারের যৌথ স্বাক্ষরিত চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত আওয়ামী লীগের নেতা আবদুল মোতালেব শেখ কলমা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, লৌহজং উপজেলা কলমা ইউনিয়ন পরিষদ নির্বাচন২০২১ উপলক্ষে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আমিনুল ইসলাম ফকিরকে দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করে এবং আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নপত্র আমিনুল ইসলাম ফকিরের অনুকূলে প্রেরণ করেন। সেই মোতাবেক আমিনুল ইসলাম ফকির বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে প্রচার প্রচারণা চালিয়ে আসছেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসাবে কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোতালেব শেখ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা দলের গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী। তাই বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক মোতালেব শেখকে আওয়ামী লীগের কলমা ইউনিয়ন শাখার সভাপতি পদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। সেই সাথে তাকে চূড়ান্তভাবে কেন বরখাস্ত করা হবে না- এই মর্মে আগামী ৫ (পাঁচ) দিনের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শাতে বলা হয়েছে।
এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোতালেব শেখ বলেন, আমি উপজেলা আওয়ামীলীগ থেকে একটি নোটিশ পেয়েছি। আমাকে ৫ দিনের মধ্য নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত