লেভেল ক্রসিংয়ে ট্রেন-মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ তিনজন নিহত
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫২ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৩:১২
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আটজন।
রোববার দুপুর ১টার দিকে ভাটেরা স্টেশনে প্রবেশের আগে হোসেনপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে দুই শিশু ও তিন পুরুষ রয়েছেন।ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ একে নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেনটি ভাটেরা স্টেশনে প্রবেশের আগে হোসেনপুর মোরা বাসস্ট্যান্ডের পশ্চিম রেললাইনে লেভেল ক্রসিংয়ে ওই মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে শিশুসহ তিনজনের মৃত্যু এবং আহত হন আটজন।
তবে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে দুর্ঘটনার একঘণ্টা পর কুলাউড়া থেকে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের লোকজন ওই মাইক্রোবাসটি সরালে ট্রেন নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত