‘লেডি তালিবান’ দেখতে চাইলে বাংলায় আসুন, কালীঘাটেই দেখা মিলবে
প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ০৭:৫৬ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ২১:২০
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু কারও নাম না করে বলেছেন, ‘লেডি তালিবান দেখতে চাইলে বাংলায় আসুন। কালীঘাটেই দেখা মিলবে।’ (রোববার) তিনি এভাবে মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়্যের নাম না করে তাঁকে কটাক্ষ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোলকাতার কালীঘাটের বাড়িতে বাস করেন।
সম্প্রতি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি অভিযোগ করেছিলেন, বাংলায় তালিবানি শাসন চলছে। গতকাল (শনিবার) তৃণমূলের সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, ‘একটা গণতান্ত্রিক দেশে কোনও পার্টি কর্মসূচি করতে পারবে না। কেন্দ্রীয় মন্ত্রী পরিদর্শন করতে পারবেন না। এটা হতে পারে না। কাল দেখেছেন একজন সভাধিপতি বন্দুক উঁচিকে সকলকে চমকাচ্ছেন। ‘নব্য তালিবানি শাসন’ চলছে। যে দলের নেতা সেই দলের ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু নেওয়া হচ্ছে না। কারণ, এরাই দলকে ক্ষমতায় আসতে সাহায্য করেছে।’
দিলীপ ঘোষের ওই মন্তব্যের তীব্র বিরোধিতা করে দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি পাপিয়া ঘোষ বলেন, ‘দিলীপ ঘোষের কোনও কাজ নেই। তাই ভোটের আগেও এমন নানা কথা বলেছেন। মানসিকভাবে অসুস্থ। অবসাদগ্রস্ত মানুষ। দিলীপ ঘোষের কথা শুনে বিভ্রান্ত হলে চলবে না। যারা ভোটের আগে মানুষকে ধর্মের নামে ভয় দেখিয়েছিল তারাই ‘তালিবান’। আমরা নয়। মানুষ তার জবাব ইতোমধ্যেই দিয়ে দিয়েছে।’
এবার আজ (রোববার) বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু কারও নাম না নিয়েই বললেন, কালীঘাটে রয়েছেন 'লেডি তালিবান'। যা নিয়ে ইতোমধ্যে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।
সায়ন্তন বসুর অভিযোগ, কেবল দাঁতন নয়, সারা রাজ্যেই খুন ও অত্যাচার চলছে বিরোধীদের ওপর। বাংলাতেও চলছে তালিবানি শাসন।’ এরপরেই নাম না করে তিনি বলেন, 'লেডি তালিবান দেখতে চাইলে বাংলায় আসুন। টিকিট কেটে কাবুলে যাওয়ার দরকার নেই। কালীঘাটেই দেখা মিলবে।' তিনি আরও বলেন, আমি পরামর্শ দিচ্ছি তৃণমূল নেতৃত্ব আফগানিস্তানে গিয়েও ‘রাখি উৎসব’ সেলিব্রেট করুক।
এ প্রসঙ্গে তৃণমূলের সিনিয়র নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি বলেন, ‘অশিক্ষিত, অভদ্র মানুষ হল এই লোকটা। যেমন দেখতে, তেমন তার কথাবার্তা, আর তেমনই তার ব্যবহার।’
‘ওরা মহিলাদের সম্মান দিতে জানে না, কারণ মহিলাদের সম্মান দেওয়ার সংস্কৃতি বিজেপিতে নেই’ বলেও মন্তব্য করেন তৃণমূলের সিনিয়র নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত