লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াচ্ছেন গাদ্দাফির ছেলে
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ১০:০৩ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮
লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াচ্ছেন দেশটির সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি। দেশটির ইলেকটোরাল কমিশনের একজন কর্মকর্তা বলেছেন, ডিসেম্বরের নির্বাচনে একজন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধন করেছেন সাইফ। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশন রোববার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে জানায়, সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফি প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে নিবন্ধন করেছেন। দক্ষিণাঞ্চলীয় সেবহা শহরের হাই ন্যাশনাল ইলেকটোরাল কমিশন অফিসে নিজের প্রার্থিতা নিবন্ধন করেন তিনি।
আগামী মাসের এই নির্বাচনে সাইফ ছাড়া আরও কয়েকজন হাইপ্রোফাইল ব্যক্তি প্রার্থী হতে পারেন। এই তালিকায় লিবিয়ার পূর্বাঞ্চলীয় কমান্ডার খলিফা হাফতারের নামও রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দেবেইবাহ এবং পার্লামেন্টের স্পিকার অ্যাগুইলা সালেহও প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন বলে জানা গেছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঐতিহ্যবাহী বাদামি জুব্বা ও পাগড়ি পরে সাদা দাড়িওয়ালা ও চশমা পরিহিত সাইফ রোববার দক্ষিণাঞ্চলীয় শেবহা শহরের নিবন্ধন কেন্দ্রে কাগজপত্র সই করছেন।
লিবিয়ার অধিকাংশ মানুষ এবং বিদেশি শক্তিরা চায় আগামী ২৪ ডিসেম্বর দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু দেশটির ভেতরকার বিভিন্ন বিরোধী গ্রুপের মধ্যকার বিবাদমান দ্বন্দ্বের কারণে নির্বাচন সময়মতো হওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
প্রসঙ্গত, ২০১১ সালে নেটো সমর্থিত এক বিক্ষোভে ক্ষমতাচ্যুত ও পরে নিহত হন মুয়াম্মার গাদ্দাফি। এরপর থেকে এক দশক ধরে সহিংসতা আর অস্থিরতার মধ্য দিয়ে সময় পার করছে লিবিয়া। তবে প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে লিবিয়ায় শান্তি আনতে চায় জাতিসংঘ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত