লিটনের পর আইপিএলে দল পেলেন সাকিবও
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ১০:২০ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৪
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) অবশেষে দল পেলেন ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম দফায় দল পাননি বাংলাদেশি কোন ক্রিকেটার। কিন্তু দ্বিতীয় দফায় সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।
সাকিবের ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপি। সেই মূল্যে বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে নেয় কলকাতা। এর আগে লিটন কুমার দাসকে ৫০ লাখ রুপিতেই কিনে নেয় কলকাতা।
সাকিব ২০১১ থেকে ২০১৭ ও ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছেন। ২০১৮ ও ২০১৯ মৌসুমে সাকিব ছিলেন সানরাইজার্স হায়দরাবাদে। ২০২১ সালে সাকিব নিজের ন্যূনতম মূল্য রেখেছিলেন ২ কোটি টাকা। তাকে ৩ কোটি ২০ লাখ টাকা দিয়ে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ২০১১ সালের নিলামে প্রথমবার তাকে ৩ কোটি ৫০ লাখ টাকায় দলে নেয় কলকাতা ফ্র্যাঞ্চাইজি। ২০১৭ সালের পর সাকিব কলকাতা ছাড়েন। ২০১৮ সালের নিলামে তাকে কেনে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি।
এর আগে আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মোস্তাফিজুর রহমানের আইপিএলে দল পাওয়ার সুযোগ হয়েছিল। এর মধ্যে সাকিব আর মোস্তাফিজই কেবল নিয়মিত খেলার সুযোগ পেয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত