লিগ কাপ থেকে ম্যানচেস্টার সিটির বিদায়
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ১৪:২১ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ২২:৫০
ইংলিশ লিগ কাপে টানা দ্বিতীয়বার ব্যর্থ হলো ম্যানচেস্টার সিটি। কোয়ার্টার ফাইনালে সাউদাম্পটনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিশ্চিত হয়েছে তাদের।
অথচ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলে সাউদাম্পটন তলানীর একটি দল। দুটি গোলই তারা তুলে নেয় প্রথমার্ধে। ২৩ মিনিটে অগ্রগামিতা এনে দেন সেকু মারা। ২৮ মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন মুসা জেনেপো। তার পর সিটিকে কখনোই ভয়ঙ্কর মনে হয়নি। ২০১৪ সালের পর ছয়বার লিগ কাপ জেতা সিটি লক্ষ্যে একটি শটও নিতে পারেনি।
ইংলিশ জায়ান্টরা ব্যর্থ হলেও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ঠিকই জয়ের দেখা পেয়েছে। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ভ্যালেন্সিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। রিয়াদে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল। তার পর শুটআউটে মাদ্রিদের অভিজাতরা ৪-৩ গোলে ম্যাচ জিতে শিরোপা মঞ্চে জায়গা করে নিয়েছে।
ভ্যালেন্সিয়ার হয়ে একটি গোল মিস করেছেন ইরেই কমার্ট। আরেকটি রুখে দিয়েছেন রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কুর্তোয়া।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত