লাদেনকে হত্যার অভিযানের ‘মুহূর্ত কখনো ভুলব না’ : বাইডেন
প্রকাশ: ৪ মে ২০২১, ১০:১৩ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৬:১৮
আল কায়দার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার ১০ বছর পূর্তি উদযাপন করছে যুক্তরাষ্ট্র। ২০১১ সালের ০২ পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি ভবনে অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করে মার্কিন নেভি সিল বাহিনী। এই দিন উপলক্ষে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই অভিযানের ‘মুহূর্ত আমি কখনো ভুলব না।’ খবর এএফপির।
হোয়াইট হাউসের প্রকাশিত এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমরা বিন লাদেনকে নরকের দরজা পর্যন্ত অনুসরণ করেছি- এবং তাকে ধরেছি।’
তিনি আরও বলেন, ‘৯/১১ তে যাদের স্বজন মারা গিয়েছিল তাদের আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা যাদের হারিয়েছি তাদের কখনোই ভুলব না এবং আমাদের জন্মভূমিতে আর কোনও আক্রমণ প্রতিরোধ করার প্রতিশ্রুতি থেকে যুক্তরাষ্ট্র কখনই সরে যাবে না।’
গত মাসে বাইডেন আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনাদের সরিয়ে নেয়ার ঘোষণা দেন। সেনা প্রত্যাহার ইতোমধ্যে শুরুও হয়ে গেছে।
২০১১ সালে আল কায়েদার প্রধানকে হত্যার জন্য গোপন অভিযানের অনুমতি দেয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশংসা করেন বাইডেন। যে বিশেষ বাহিনী পাকিস্তানে এই অভিযান পরিচালনা করেছিল তাদেরও বাইডেন প্রশংসা করেন।
বাইডেন বলেন, হোয়াইট হাউসের লোকজনে পরিপূর্ণ একটি কক্ষে দূর থেকে দেখা এই অভিযান ছিল ‘একটি মুহূর্ত যা আমি কখনো ভুলব না- ইন্টেলিজেন্সরা যারা কষ্ট করে তাকে (লাদেন) অনুসরণ করেছে, অনুমতি দিতে বারাক ওবামার স্পষ্টতা ও প্রত্যয় এবং ঘটনাস্থলে আমাদের টিমের দক্ষতা’।
আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের প্রসঙ্গে বাইডেন বলেন, ‘আল কায়দা সেখানে অনেক দুর্বল হয়ে গেছে। তবে সন্ত্রাসী গ্রুপগুলোর হুমকির ব্যাপারে যুক্তরাষ্ট্র সতর্ক থাকবে।’
তিনি বলেন, ‘আফগানিস্তান থেকে উদ্ভূত যে কোনও হুমকী আমরা পর্যবেক্ষণ এবং বাধাগ্রস্ত করব। এবং আমরা আমাদের মাতৃভূমি ও স্বার্থের প্রতি সন্ত্রাসবাদী হুমকি প্রতিরোধে বিশ্বজুড়ে আমাদের মিত্র ও অংশীদারদের সঙ্গে কাজ করব।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত