লন্ডনে বিক্ষোভ সমাবেশ থেকে ৭০ ফিলিস্তিন সমর্থক গ্রেফতার

  আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:১৯ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ১৩:১৫

ব্রিটেনে ফিলিস্তিনপন্থিদের এক বিক্ষোভ সমাবেশ থেকে কমপক্ষে ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) লন্ডনের ট্রাফালগার স্কয়ার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ব্রিটেনের ফিলিস্তিনপন্থি বিক্ষোভের ইতিহাসে কোনও সমাবেশ থেকে এটিই সর্বোচ্চ সংখ্যক গ্রেফতারের ঘটনা।

জানা গেছে, সমাবেশের শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬৫ জন ও পাবলিক অর্ডার ভঙ্গের জন্য পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে লাঞ্ছনা, যৌন নিপীড়ন ও জাতিগত বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ রয়েছে।

ফিলিস্তিন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসি) সংগঠনের সমর্থকরা শনিবার এই বিক্ষোভের ডাক দেয়। তারা পোর্টল্যান্ড প্লেসে অবস্থিত বিবিসি কার্যালয় প্রদক্ষিণ করে। এই কার্যালয়ের কাছে একটি গুরুত্বপূর্ণ উপাসনালয় অবস্থিত।

পুলিশের অভিযানের নেতৃত্বদানকারী কমান্ডার অ্যাডাম স্লোনেকি বলেন, যেকোনও ফিলিস্তিন সমর্থক বিক্ষোভ থেকে এটিই সর্বোচ্চ সংখ্যক গ্রেফতার।

ওই গ্রেফতারের ঘটনায় সমালোচনা করেছে ব্রিটেনের মুসলিম অ্যাসোসিয়েশন (এমএবি)। এটিকে গণতন্ত্র, সমাবেশের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর একটি আক্রমণ বলে মনে করছে তারা। এমএবি এক বিবৃতিতে বলেছে, গণহত্যার বিরুদ্ধে এবং নিপীড়িতদের সঙ্গে সংহতি প্রকাশকারী শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বল প্রয়োগে চুপ করিয়ে দেওয়া কেবল অগণতান্ত্রিকই নয়, লজ্জাজনক।


কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত