লড়াই করে ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে সেরেনা
প্রকাশ: ৩ জুন ২০২১, ১৪:৪৪ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২৩:৩০
রীতিমতো লড়াই করে ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছালেন সেরেনা উইলিয়ামস। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে পৌঁছাতে সংঘর্ষ করতে হয়েছে রাশিয়ার ড্যানিল মেদভেদেভকেও। দ্বিতীয় রাউন্ডের অন্য ম্যাচে সহজ জয় হাসিল করেছেন গ্রিসের স্টেফানোস সিটসিপাস। লড়াকু জয় হাসিল করেছেন কেই নিশিকোরিও।
ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে রোমানিয়ার মিহায়লা বুজারনেসকুর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সেরেনা উইলয়ামস। ম্যাচের প্রথম সেট ৬-৩ গেমের ব্যবধানে জেতেন মার্কিনি। তবে দ্বিতীয় সেটেই প্রত্যাঘাত করেন রোমানিয়ান তারকা। ওই মোকাবিলা ৭-৫ গেমের ব্যবধানে জিতে যান মিহায়লা বুজারনেসকু। নিজের সব অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৃতীয় সেটে ৬-১ গেমের দাপুটে জয় হাসিল করেন সেরেনা। ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে স্বদেশী ড্যানিলে কলিন্সের বিরুদ্ধে খেলতে নামবেন উইলিয়ামস।
ইতিহাসের দোরগড়ায় আমেরিকা, কমলার জয়েই আধুনিক পরিবারের নয়া নির্দশন দেখছে গোটা বিশ্বইতিহাসের দোরগড়ায় আমেরিকা, কমলার জয়েই আধুনিক পরিবারের নয়া নির্দশন দেখছে গোটা বিশ্ব
ফরাসি ওপেনের পুরুষদের বিভাগের দ্বিতীয় রাউন্ডে আমেরিকার টমি পলের বিরুদ্ধে কোর্টে নেমেছিলেন রাশিয়ার ড্যানিল মেদভেদেভ। হাড্ডাহাড্ডি ম্যাচের প্রথম সেট হেরেও যান ড্যানিল। ৬-৩ গেমে ওই মোকাবিলা জেতেন মার্কিনি। তবে দ্বিতীয় সেটেই ছন্দে ফেরেন রাশিয়ান। ৬-১ গেমে ওই সেট জেতেন ড্যানিল। দ্বিতীয় এবং তৃতীয় সেট যথাক্রমে ৬-৪ ও ৬-৩ গেমে জিতে প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে পৌঁছে যান ফরাসি ওপেনের দ্বিতীয় বাছাই।
ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে সহজ জয় হাসিল করেছেন গ্রিসের স্টেফানোস সিটসিপাস। স্পেনের পেদ্রো মার্টিনেজের বিরুদ্ধে প্রথম সেট ৬-৩ গেমে জেতেন টুর্নামেন্টের পঞ্চম বাছাই। দ্বিতীয় এবং তৃতীয় সেটও যথাক্রমে ৬-৪, ৬-৩ গেমে জেতেন সিটসিপাস। দ্বিতীয় রাউন্ডে সহজ জয় হাসিল করেছেন স্পেনের আলেকজান্ডার জেরেভ। রাশিয়ার রোমান সাফিউলিনকে ৭০৬ (৭-৪), ৬-৩, ৭-৬ (৭-১) ফলাফলে হারিয়েছেন টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত