লঞ্চ-ট্রেন-দূরপাল্লার বাস বন্ধই থাকছে, জেলার মধ্যে চলবে বাস
প্রকাশ: ১৬ মে ২০২১, ২০:৪৭ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৯
আগামী ১৭ থেকে ২৩ মে বিধিনিষেধ বা ‘লকডাউনে’ গণপরিবহন তথা লঞ্চ, ট্রেন ও দূরপাল্লার বাস চলাচলের অনুমতি দেয়নি সরকার। তবে স্বাস্থ্যবিধি মেনে জেলার মধ্যে বাস চলাচল করবে।
মন্ত্রিপরিষদ বিভাগ রোববার (১৬ মে) লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বলেছে, আগের শর্তের ধারাবাহিকতায় বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে।
গণপরিবহন নিয়ে আগের বিধিনিষেধের মধ্যে জেলার মধ্যে বাস চলার অনুমতি থাকলেও লঞ্চ, ট্রেন ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল।
ঈদের পর দূরপাল্লার বাস চলার অনুমতির জন্য পরিবহন মালিক ও শ্রমিকরা ঈদের দিন দেশের বাস টার্মিনালগুলোতে অবস্থান কর্মসূচি পালন করেন। কিন্তু করোনা পরিস্থিতির কথা ভেবে তাতে সাড়া দেয়নি সরকার।
আগামী এক সপ্তাহ লকডাউন শেষে করোনা পরিস্থিতির উপর বিবেচনা করে দূরপাল্লার বাস চলার বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, এখনই দূরপাল্লার বাস চলার অনুমতি দেওয়া হচ্ছে না। পূর্বের শর্তে আগামী এক সপ্তাহ লকডাউন চলবে।
ঈদে দূরপাল্লার বাস লঞ্চ ট্রেন বন্ধ থাকায় মানুষ ব্যক্তিগত গাড়ি, ট্রাক-পিকআপভ্যান এবং ফেরিতে গাদাগাদি করে বাড়ি ফিরেছে। এতে করোনা সংক্রমনের ঝুঁকি আরো বেড়ে যায়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত