লকডাউনে প্রথম দিনে মাদারীপুরবাসীর লকডাউনে অনীহা, প্রশাসনের তৎপরতা

  শফিক স্বপন,মাদারীপুর:

প্রকাশ: ৫ এপ্রিল ২০২১, ১৬:৪৩ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ২২:০০

লকডাউনের প্রথম দিনে জেলার সাধারণ মানুষের মধ্যে কোন প্রভাব পরেনি। যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলেও অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক আছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সরকারের লকডাউনের নির্দেশনা বস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শহর ঘুরে দেখা গেছে, বিভিন্ন দোকান-পাট খোলা রাখা এবং বাস ছাড়া অন্যান্য গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তীতে প্রশাসন অভিযান চালিয়ে বিভিন্ন দোকান-পাট বন্ধ এবং পুলিশ বিভিন্ন যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ করছে। সাধারণ জনগণের মধ্যে লকডাউনের শর্ত মানার প্রতি তেমন কোন আগ্রহী লক্ষ্য করা যায়নি। পুলিশ শহরের টহল বৃদ্ধি ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করেছে। এছাড়া জেলা প্রশাসন ও পৌরসভা বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন ও নিষেধাজ্ঞা মানতে কাজ করে যাচ্ছে। 

অপরদিকে, মাদারীপুরের শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে সকাল ৬ টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে জরুরী সেবায় নিয়োজিত যানবাহনের জন্য বিশেষ একটি ফেরি চলাচল করছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত