রোহিঙ্গা প্রত্যাবাসন- মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন হাছান মাহমুদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ১১:৪২ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০১:৩০

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুয়ের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। উগান্ডায় অনুষ্ঠেয় জোট নিরপেক্ষ সম্মেলনের সাইডলাইনে তিনি এই বৈঠক করবেন। চট্টগ্রামে সাংবাদিকদের তিনি একথা বলেছেন।

মঙ্গলবার [১৬ জানুয়ারি] পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়েছে।

কক্সবাজারে ১৪ লাখ রোহিঙ্গা আছে এবং তাদের ফেরত পাঠানোর জন্য কী উদ্যোগ নেওয়া হচ্ছে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘আমরা সবসময় কূটনৈতিকভাবে চেষ্টা করে যাচ্ছি। আমরা তাদের সঙ্গে আরও এনগেজমেন্ট বাড়াচ্ছি। আমি ন্যাম সামিটে (জোট নিরপেক্ষ সম্মেলন) যাচ্ছি, সেখানে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর [থান সুয়ে] সঙ্গে আমার বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা কূটনৈতিকভাবেই এই সমস্যার সমাধান করতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নির্বাচনের বিষয়ে তার  বক্তব্য জানতে চাইলে ড. হাছান বলেন, ‘বিদেশি বন্ধুদের আমাদের নির্বাচন নিয়ে আগ্রহ আছে। সেজন্য নির্বাচন কমিশনে গিয়েছেন। আমি আজকে কাগজে দেখলাম, নির্বাচন কমিশন যে তথ্য উপাত্ত দিয়েছে, এতে তারা সন্তুষ্ট হয়েছেন।’

 

সান

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত