রোযা এল
প্রকাশ: ৩ এপ্রিল ২০২২, ১২:৪৫ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৪
এম হাবীবুল্লাহ
--------------------
রোযা এল পাপাচারে
আর দিয়ো না ডুব
আদেশ নিষেধ মানতে প্রভুর
দাও মনোযোগ খুব।
কোরান এল এ মাসেতে
হেদায়াতের নূর
স্পর্শে তাহার জ্ঞানপাপীদের
দর্প হল চূর।
মহিমান্বিত কদর রাতি
হাজার মাসের সেরা
প্রভু এবং বান্দা মাঝে
থাকে না তো বেড়া।
ফেরেশতারা দেয় ঘোষণা
লাগবে কী-ই বা কার
মহান প্রভু রাখছে খুলে
রহমতেরই দ্বার।
যার যা খুশি নাও নিয়ে নাও
থাকতে সময় হাতে
নইলে কিন্তু পার পাবে না
কোন অযুহাতে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত