রোজিনাকে নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেপ্তারে নন্দীগ্রাম প্রেস ক্লাবের নিন্দা
প্রকাশ: ১৯ মে ২০২১, ১৫:৪৯ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২০:১৫
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে আটক রেখে নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেপ্তার করায় নন্দীগ্রাম প্রেস ক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সেই সাথে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সহ-সভাপতি মিনহাজুর রহমান হাবিব, একাব্বর হোসেন পুটু, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান রয়েল, অর্থ সম্পাদক জোবায়ের হোসেন রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাব্বির হোসেন খান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক টিপু সুলতান ও সদস্য অসিম কুমার রায় প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত