রেল মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু পারাপার হবে: রেলমন্ত্রী
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:০২ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৪:২৪
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, নির্দিষ্ট সময়েই বিদ্যুত-গ্যাসসহ রেলের কাজ সম্পন্ন হবে। পদ্মা সেতু আগামী বছরের জুনে খুলে দেওয়া হবে। তখন রেল মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু পারাপার হবে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে রেল লিংকের ভায়াডেক্ট-টুতে তিনি এ সব কথা বলেন।
তিনি রিমোর্ট ক্রেন দিয়ে রেলের দেড়-কিলোমিটার এলাকা ঘুরে দেখেন। এ সময় তার সাথে ছিলেন, বাংলাদেশ রেলওয়ের ডিজি ও পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন, রেল মন্ত্রনালয়ের সচিব সেলিম রেজা, মেজর জেনারেল জাহিদুল।
রেলমন্ত্রী বলেন, আমাদের মার্চ পর্যন্ত সময় লাগবে। সকল কাজের পাশাপাশি রেলকেও যদি কাজ করার সুযোগ করে দেয় তাহলে আমরাও কাজটা এগিয়ে নিলাম। নির্দিষ্ট সময়েই বিদ্যুত, গ্যাসসহ আমাদের রেলের কাজটা সম্পন্ন হবে। আজকে পদ্মা সেতুর উপর দিয়ে দেড় কিলোমিটার রেল নিয়ে ভ্রমন করেছি।
আগামী জুন মাসে সড়ক পথ খুলে দেওয়া হবে। তখন আমরা রেল ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ব্রীজ পাড় হবো। এই পর্যন্ত রেল প্রস্তুত। শুধু ব্রীজের যে অংশে কাজ করার অনুমতি আমরা পাইনি। আমরা আশা করছি ডিসেম্বর বা জানুয়ারীর মধ্যেও যদি অনুমতি পাই তাহলে আনুমানকি ৬ মাসের মধ্যে কাজ শেষ করতে পারবো।
আর যদি আমরা এ অনুমতিটা না পাই, তাহলে আমরা সড়ককে অগ্রাঅধিকার দিব কারন মূল সেতু হলো সড়ক। এর সঙ্গে রেল, গ্যাস, বিদ্যুতসহ অন্যান্য সার্বিস আছে। প্রাইরোটি হলো সড়কের কারন এর সঙ্গে রেল আছে।
এটা ট্যাকনিক্যাল বিষয় সে জন্য আমরা চাই যে এটা এক দিনে করা যায়। যারা ট্যাকনিক্যাল ম্যান তাদের সাথে আমাদের সমš^য়টা করা হচ্ছে। যদি কোন কারনে আমরা একই দিনে রেল উদ্বোধন করতে না পাড়ি। তাহলে আমরা ২য় চিন্তা রেখেছি। সেটা হলো ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এই টোটালটাই রেল অপারেট করবো আগামী ২২ সালের ১৬ ডিসেম্বর।
সার্বিক অগ্রগতি হলো ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৭১ দশমিক, আর ঢাকা থেকে মাওয়া পর্যন্ত অগ্রগতি ৪০ দশমিক। ইতিমধ্যে রেলের সব কয়টি পিয়ার উঠেছে। সকল র্গাডার উঠে গেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত