রেল পুলিশের অভিযানে ৫০ পিস অ্যাম্পুলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ১৮:৪৯ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ১৩:২৯

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস অ্যাম্পুল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ  সীমান্ত ট্রেনে এই অভিযান পরিচালনা করে। 

সান্তাহার রেলওয়ে থানার পরিদর্শক ওসি সাকিউল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত সাড়ে ১০টায় সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্রপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ঝ নং বগিতে ৯২ সিটে যাত্রী বেশে এক মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করলে কোর্টের পকেটে কসটেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ৫০ পিস অ্যাম্পুল সহ তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী নওগাঁ সদর বাগবাড়ি চকপ্রান গ্রামের আব্দুল মজিদের ছেলে সোহাগ হোসেন (২৮)। আটককৃত ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রোববার সকালে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বগুড়া আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত