রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বলিউড তারকা
প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২২, ১১:৪২ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩০
সৌদি আরবের জেদ্দায় লোহিত সাগরের পূর্ব তীরে চলছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় আসর। এবারের আয়োজনে অংশ নিচ্ছেন বলিউডের হেভিওয়েট তারকারা।
উৎসবের নতুন আউটডোর ভেন্যু রেড সি কর্নিশে বিনামূল্যে ছবি দেখানো হচ্ছে। গত ১ ডিসেম্বর উদ্বোধনী দিনে দর্শকরা উপভোগ করেছেন আদিত্য চোপড়া পরিচালিত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ছবিটির দুই তারকা শাহরুখ খান ও কাজল প্রদর্শনীতে অংশ নেন। তারা দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়া ছবিটির বিখ্যাত সংলাপ শোনালেন শাহরুখ। খালি গলায় গেয়ে শোনালেন ‘তুঝে দেখা তো য়ে জানে সানাম’ গানটি। তখন দর্শকরা উল্লাসে ফেটে পড়েন।
উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য সম্মানসূচক পুরস্কার পেয়েছেন শাহরুখ খান, মিসরের অভিনেত্রী ইউসরা ও ব্রিটিশ নির্মাতা গাই রিচি। তাদের হাতে এই স্বীকৃতি তুলে দেন রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সিইও মোহাম্মদ আল তুর্কি।
লালগালিচায় জমকালো পোশাকে নজর কেড়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর, সাইফ আলি খান, সোনম কাপুর ও ফ্রিডা পিন্টো। বিনোদন অঙ্গনে লিঙ্গ সমতার সঙ্গে সংহতি জানাচ্ছেন সাইফ-কারিনা। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের আয়োজনে ‘উইমেন ইন সিনেমা’ শীর্ষক নৈশভোজে অংশ নিয়েছেন তারা।
উৎসবের বাকি দিনগুলোতে বলিউডের তিন সুপারস্টার অক্ষয় কুমার, হৃতিক রোশন ও রণবীর কাপুর নিজেদের ক্যারিয়ার ও অর্জন নিয়ে আলাপনে অংশ নেবেন। ইন্টারন্যাশনাল ভ্যানগার্ড অ্যাক্টর অ্যাওয়ার্ড পাবেন রণবীর। আগামী ১০ ডিসেম্বর সমাপনীতে থাকবেন হৃতিক। জেদ্দায় প্রথমবারের মতো সংগীত পরিবেশন করবেন অস্কারজয়ী এআর রাহমান। বলিউড তারকাদের অংশগ্রহণের বিষয়টি সমন্বয় করছে দুবাই ভিত্তিক স্টেলার এন্টারটেইনমেন্ট।
উৎসবের লালগালিচায় হলিউড, আরব চলচ্চিত্র ও ইউরোপীয় চলচ্চিত্র শিল্পের তারকারা দ্যুতি ছড়িয়েছেন। তাদের মধ্যে আছেন ‘সুলতান সুলেমান’ সিরিজের অভিনেত্রী মেরিয়েম উজেরলি, ‘স্কুইড গেম’ সিরিজের অভিনেতা পার্ক হে সু, ‘ক্রেজি রিচ এশিয়ানস’ তারকা হেনরি গোল্ডিং, আমেরিকান অভিনেতা ক্লিন্ট ইস্টউডের ছেলে স্কট ইস্টউড, আমেরিকান অভিনেত্রী মিশেল রড্রিগেজ, জুলিয়ান হাফ, লুসি হেল, ফরাসি অভিনেত্রী মেলানি লরোঁ, স্প্যানিশ অভিনেত্রী রসি দে পালমা, মারিয়া পেদ্রাসা, আলেসান্দ্রা অনিয়েভা, হিবা আবুক, অভিনেতা আলেক্স গঞ্জালেজ, মডেল জন কর্তাখারেনা, ব্রাজিলিয়ান অভিনেত্রী মারিনা হুই বারবজা, কানাডিয়ান অভিনেতা নোলান ফাঙ্ক, ইন্দোনেশিয়ান মডেল লুনা মায়া প্রমুখ।
উদ্বোধনী দিনে দেখানো হয় “হোয়াট’স লাভ গট টু ডু উইথ ইট?”। ছবিটির মাধ্যমে ১৫ বছর পর পরিচালনায় ফিরেছেন শেখর কাপুর। লন্ডন ও লাহোরে প্রেম ও বিয়ে বিষয়ক রোমান্টিক-কমেডি আবহ রয়েছে ছবিটিতে। এটি প্রযোজনা করেছেন পাকিস্তানি রাজনীতিবিদ ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা খান। এতে অভিনয় করেছেন শাবানা আজমি, পাকিস্তানের সেজাল আলি, ব্রিটিশ তারকা লিলি জেমস, এমা থম্পসন, শেজাদ লতিফ, জেফ মির্জা প্রমুখ। গত সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর অক্টোবরে রোম চলচ্চিত্র উৎসবে সেরা কমেডি পুরস্কার জেতে এটি।
কথোপকথনে আরও থাকছেন স্প্যানিশ অভিনেতা অ্যান্টোনিও ব্যান্ডেরাস, হংকংয়ের অভিনেতা জ্যাকি চ্যান, আমেরিকান অভিনেত্রী শ্যারন স্টোন, অ্যান্ডি গার্সিয়া, নির্মাতা স্পাইক লি, মিসরের অভিনেত্রী নেলি করিম, ফিলিস্তিনি-আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান মো. আমার, ভারতীয় নির্মাতা গুরিন্দর চাধা, লেবানিজ পরিচালক নাদিন লাবাকি, ব্রিটিশ নির্মাতা গাই রিচি, ইতালিয়ান নির্মাতা লুকা গুয়াদানিনো, অস্ট্রেলিয়ান নির্মাতা অ্যান্ড্রু ডমিনিক, জার্মান পরিচালক ফাতি আকিন, আর্জেন্টাইন নির্মাতা গ্যাসপার নোয়ে, তিউনিসিয়ার নির্মাতা কাওতার বেন হানিয়া, বেলজিয়ান নির্মাতা আদিল এল আরবি ও বিলাল ফালাহ। এসব আয়োজন উপভোগের সুযোগ পাবেন উৎসবে অংশগ্রহণকারীরা।
এবারের আসরে রয়েছে ৬১টি দেশের ৪১ ভাষায় নির্মিত নবীন-প্রবীণ নির্মাতাদের ১৩১টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এরমধ্যে ৩৪টি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার, ১৭টি ছবির আরব প্রিমিয়ার ও ৪৭টি ছবির মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকা প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। সৌদি আরবের ২৫টি নতুন চলচ্চিত্র দেখা যাচ্ছে এই আয়োজনে।
বিচারক প্যানেলে আছেন অস্কারজয়ী পরিচালক অলিভার স্টোন, মিসরের অভিনেত্রী নেলি করিম, তিউনিসিয়ার নির্মাতা কাওতার বেন হানিয়া, জর্জিয়ান নির্মাতা লেভান কোগুয়াশভিলি এবং ইসরায়েলি অভিনেতা আলি সুলেমান।
উৎসবের বাণিজ্যিক শাখা রেড সি সুকে যৌথ প্রযোজনা, আন্তর্জাতিক পরিবেশনা ও নতুন ব্যবসায়িকা সম্ভাবনার সুযোগ সৃষ্টির বিভিন্ন প্রকল্প রয়েছে। গতকাল থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত এসব আয়োজনে অংশ নিচ্ছেন ৪৬ দেশের পেশাদার চলচ্চিত্রকর্মীরা। ভক্স সিনেমাস ও এমবিসি গ্রুপের সঙ্গে অংশীদারিত্বে উৎসবটি হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত