রেজাউদ্দিন স্টালিনের নতুন বই- একদিন সব ঠিক হয়ে যাবে
প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৯ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ২১:৪২
২০২৪ বই মেলায় রেজাউদ্দিন স্টালিনের নতুন কবিতার বই- একদিন সব ঠিক হয়ে যাবে, প্রকাশ করেছে কণ্ঠস্বর প্রকাশনী, স্টল-৫৫৪, প্রচ্ছদ-অর্থবহ প্রচ্ছদ একেঁছেন মোস্তাফিজ কারিগর,মূল্য-২০০ টাকা।
রেজাউদ্দিন স্টালিন বাংলা ভাষার জনপ্রিয় ও শক্তিমান কবি।বর্তমান কবিতার বই অন্য কবিতার চেয়ে ভিন্নমাত্রায় পর্যবসিত। মানুষের মুখের কথাকে কবিতা করে তোলার অনন্য দক্ষতা দেখিয়েছেন কবি। নামাকরণের মধ্যেই পাঠক সেই সত্যের সন্ধান পাবে। একদিন সব ঠিক হয়ে যাবে- এই আশাবাদিতা আমাদের জাগিয়ে রাখে। রেজাউদ্দিন স্টালিন প্রতিকবিতা ও পরাস্বপ্নের মিশেলে তৈরি করেছেন সম্পূর্ণ নতুন জগত। রেজাউদ্দিন স্টালিনের কবিতা পৃথিবীর ৪২ টি ভাষায় অনূদিত হয়েছে। চারটি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা থেকে তার কবিতার অনূদিত গ্রন্থ প্রকাশিত হয়েছে। পেয়েছেন বাংলা একাডেমি,মধুসূদন, সব্যসাচী,সিটি আনন্দ আলো,খুলনা রাইটার্স ক্লাব, তরঙ্গ অব ক্যালিফোর্নিয়া,যুক্তরাজ্য জার্নালিস্ট এসোসিয়েশন, দার্জিলিং নাট্যচক্র পুরস্কার, নিকোলাই গোগোল ট্রায়াম্প পুরস্কার সহ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তার গ্রন্থের সংখ্যা শতাধিক।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত