রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনালাপ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ নভেম্বর ২০২১, ১০:০১ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ২০:৩৫

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান দ্রুততম সময়ের মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত আসন্ন ভিয়েনা আলোচনা শেষ করার আহ্বান জানিয়েছেন।

তিনি শনিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক টেলিফোলাপে এ আহ্বান জানিয়ে বলেছেন, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো যাতে পরমাণু সমঝোতার বাইরের কোনো দাবি-দাওয়া তুলতে না পারে সেজন্য দ্রুততম সময়ের মধ্যে এই আলোচনা শেষ করা জরুরি।

ইরান ও ইউরোপীয় ইউনিয়ন গত সপ্তাহে ঘোষণা করেছে, আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা শুরু হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের পরমাণু সমঝোতার ব্যাপারে রাশিয়ার গঠনমূলক ও ইতিবাচক ভূমিকার জন্য তার রুশ কমকক্ষকে ধন্যবাদ জানান। আব্দুল্লাহিয়ান বলেন, ভিয়েনা সংলাপের ব্যাপারে ইরানের আন্তরিকতা নিয়ে যেন কেউ প্রশ্ন না তোলে।

ইরানের বিরুদ্ধে আমেরিকার নয়া নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমেরিকা তার প্রতিশ্রুতিতে অটল থাকবে কিনা তা নিয়ে ইরানের যথেষ্ট সংশয় রয়েছে। তারপরও আমেরিকা যদি তার আগের প্রতিশ্রুতিতে ফিরে যায় ও নতুন কোনো দাবি-দাওয়া উত্থাপন না করে তাহলে ইরানও পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতিতে পরিপূর্ণভাবে ফিরে যাবে।

টেলিফোনালাপে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পরমাণু সমঝোতা আবার কার্যকর করার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, সকল পক্ষকে বিশেষ করে আমেরিকাকে সবার আগে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। ল্যাভরভ আরো বলেন, রাশিয়া সব সময় পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার নাশকতামূলক তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়ে এসেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত