রুপ ছড়াচ্ছেনা কাঞ্চন জঙ্ঘা হতাশ পর্যটকরা
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৪, ১৭:১২ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:৪২
ছুটে আসছে পর্যটকরা কিন্তু দেখা মিলছেনা কাঞ্চনজঙ্ঘার। দলে বলে ছুটির দিনে পঞ্চগড়ের তেতুঁলিয়ায় আসছে দেশের নানা এলাকার নারী পূরুষ। বিনোদন প্রিয় মানুষরা তেতুঁলিয়ায় দাঁড়িয়ে এক পলক দেখতে চায় পৃথিবীর তৃতীয় পর্বত শৃঙ্গার কাঞ্চন জঙ্ঘা। এই রুপ ছড়ানো পবর্ত মালাটি নেপালে অবস্থিত।
পঞ্চগড়ের মাটিতে পা ফেলছে স্থানীয়দের অচেনা অসংখ্যা পর্যটকরা। শীতের মৌসুমে দেখা পাওয়া যায় এই মোহিত পর্বতটির। সদর উপজেলা ছাড়াও একবারে স্পষ্টরুপে তেতুঁলিয়ার শহরের লোকালয়ে দাঁড়িয়ে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। শুক্ররবার দিনজুড়ে পঞ্চগড় শহরে দেখা যায় অসংখ্যা নারী-পূরুষ ও শিশুদের।
নতুন প্রজন্মের পর্যটকরা দলে দলে সাজগোজ ও নিরাপদ পোশাক-আশাকে বড় বড় ব্যান্ডের বাইক নিয়ে ছুটতে দেখা যায় পঞ্চগড়-তেতুঁলিয়ার অভিমূখে। কেউ কেউ ট্রেনে অথবা বাসে দলবেঁেধ আসছে পর্বতটি দর্শনে।প্রতি বছরে শীতের শুরুতে উত্তরের আকাশে মেঘ মালায় ভেসে ওঠে অপরুপ রুপান্তরে এই পর্বত শৃঙ্গারের। দেশের শেষ জেলা উত্তরের পঞ্চগড় থেকেই ডানা মেলা রঙিন অবয়বে দেখা দেয় কাঞ্চন জঙ্ঘা। যা পর্যটকদের আন্দোলিত করে তোলে।
পঞ্চগড় জেলার মানুষ যুগযুগ ধরে এটি দেখায় অভ্যস্ত হলেও তারাও দুনয়নে বার বার দেখতে উঁকিঝূঁকি দেয় সুবিধাজনক জায়গায়। কখনো শহরের করতোয়া সেতু, কখনো বাড়ির আশপাশে। আবার কেউ কেউ ছুটে চলে তেতুঁলিয়ার লোকালয়ে নানা জায়গায়।
পঞ্চগড় শহরের মৌচাক হোটেলে কয়েকটি পরিবারের সাথে কথা হয়। তারা শুক্ররবার সপরিবারে আসেন তেতুঁলিয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখতে। কিন্তু সকালে এসে দেখা পাননি কাঙ্খিত কাঞ্চনজঙ্ঘার। তারা বলেন বহু আশা নিয়ে এসে দেখতে না পেয়ে চলে যাচ্ছি। তেতুঁলিয়া গমনকালে দেখা মেলে লিমন (২৬) নামে এক পর্যটকের। তিনি বলেন আমরা প্রায় ১৫ জন বাইক নিয়ে এসেছি রংপুর থেকে পঞ্চগড়ে তেতুঁলিয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখার নিয়ত নিয়ে দেখি দেখা পাই কিনা। শুনছি অনেকেই দেখতে না পেয়ে ফিরে যাচ্ছেন।
তেতুঁলিয়া প্রবীণ গন্যমাধ্যমকর্মী আশরাফুল ইসলাম জানান শুক্ররবার ও শনিবার এ বছরের রেকর্ড পরিমান পর্যটক এসেছেন তেতুঁলিয়ায়। তবে তিনি জানান কাঞ্চনজঙ্ঘার প্রতিচ্ছবি এবার ঝাপসা। তেমন একটা পরিষ্কার দেখা যাচ্ছেনা। তার মতে, পরিবর্তিত আবহাওয়া আর প্রকৃতির বিরুপতার কারণে এবার এ রকম অবস্থা।
এদিকে তেতুঁলিয়া আবহাওয়া দপ্তরের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান বলেন, আমি ও দেখিনি এবার কাঞ্চন জঙ্ঘা। আর শীত এখন এসময় এরকম থাকবে দিনে কিছুটা গরম রাতে শীত। আর তাপমাত্রা ১৮ ও ২০ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। তবে নভেম্বরে শেষে ও ডিসেম্বরে তীব্র শীত পড়তে পারে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত