রিয়েলমি ৯ আই পাওয়া যাচ্ছে দেশব্যাপী, ২০ ফেব্রুয়ারি দারাজে ফ্ল্যাশসেল
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫০ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ২১:৪১
[ঢাকা, ফেব্রুয়ারি ১৯, ২০২২] ক্যানালিসের প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের ৪র্থ প্রান্তিকে বাংলাদেশের নাম্বার ১ স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হওয়া রিয়েলমি; সম্প্রতি বাজারে এনেছে পাওয়ারফুল পারফরম্যান্স এবং দারুণ ডিজাইনের রিয়েলমি ৯ আই। এর (৬+১২৮) জিবি ভ্যারিয়েন্টটি মাত্র ১৯,৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে দেশব্যাপী। সাথে ফেব্রুয়ারি মাসের মধ্যে রিয়েলমি ৯ আই কিনলেই পাওয়া যাবে এক্সক্লুসিভ রিয়েলমি স্পোর্টস ওয়াটার বোতল। নিকটস্থ রিয়েলমি ব্র্যান্ডশপের বিস্তারিত জানতে ক্লিকঃ https://www.realme.com/bd/store-address
এর পাশাপাশি, রিয়েলমি ৯ আই এর (৪+৬৪) জিবি ভ্যারিয়েন্টটি ২০ ফেব্রুয়ারি বিকেল ৫টায় ১,১৫০ টাকা ছাড়ে মাত্র ১৬,৩৪০ টাকায় পাওয়া যাবে দারাজে। কিনলেই পাওয়া যাবে এক্সক্লুসিভ রিয়েলমি স্পোর্টস ওয়াটার বোতল। কেনার জন্য ক্লিকঃ https://click.daraz.com.bd/e/_7ag9E
বাংলাদেশের বাজারে এই প্রথম এই দামের সেগমেন্টে সর্বাধুনিক ৬ ন্যানোমিটারের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর নিয়ে এলো রিয়েলমি ৯ আই, যা গ্রাহকদের একটি নিরবচ্ছিন্ন শক্তিশালী পারফরম্যান্সের অভিজ্ঞতা প্রদান করবে। নতুন এই চিপসেট থাকায় ডিভাইসটি আগের ১২ ন্যানোমিটার প্রসেসরের তুলনায় ৬২ শতাংশ কম পাওয়ার খরচ করবে এবং ৪৬ শতাংশ বেশি পারফরমেন্স প্রদান করবে।
এই প্রাইজ রেঞ্জে রিয়েলমি ৯ আই-তে থাকছে ৩৩ ওয়াটের ডার্ট চার্জার। ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় গ্রাহকেরা ৪৮.৪ ঘন্টা পর্যন্ত একটানা কথা বলতে পারবেন, যেখানে ডিভাইসটি মাত্র ৭০ মিনিটের মধ্যে ০% থেকে ১০০% পর্যন্ত চার্জ করা যায়৷ রয়েছে ৯০ হার্টজের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিভাইসটি পাঁচটি স্তরের রিফ্রেশ রেট সাপোর্ট করে যার মাধ্যমে গ্রাহকেরা স্মুথ, পাওয়ার-সেভিং পারফরম্যান্স উপভোগ করতে পারেন।
এই প্রাইজ রেঞ্জের ফোনগুলোতে ডুয়েল স্টেরিও স্পিকার নেই বললেই চলে। যেখানে রিয়েলমি ৯ আই-তে রয়েছে হাই-রেস ডুয়েল স্টেরিও স্পিকার। ফলে অসাধারণ অডিও কোয়ালিটি উপভোগ করা যাবে।
প্রিজম ব্লু এবং প্রিজম ব্ল্যাক - দুটি স্টাইলিশ রঙের রিয়েলমি ৯ আই দেখতে অত্যন্ত আকর্ষণীয় কারণ এর ৮-লেয়ার অপটিক্যাল আবরণের স্টেরিও প্রিজম ডিজাইনের কারণে। ফোনটির টেক্সচারে ৩০০০-টিরও বেশি প্রিজমের মতো লাইনের সংমিশ্রণ রয়েছে। ৮.৪ মিমি পুরুত্ব এবং ১৯০ গ্রাম ওজনের ফোনটি অনেক পাতলা এবং হালকা।
যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য রিয়েলমি ৯ আই দিচ্ছে ৫০ মেগাপিক্সেল নাইটস্কেপ ক্যামেরা যা দারুণ ডিটেইলের ছবি তুলতে সক্ষম। অন্যান্য ফটোগ্রাফি ফাংশন যেমন নাইট মোড, প্যানোরামিক ভিউ, টাইম-ল্যাপস, পোর্ট্রেট মোড এবং এআই বিউটি; ব্যবহারকারীদের ক্রিস্পি ছবি তুলতে সাহায্য করে।
রিয়েলমি ৯ আই স্মার্টফোনের দু’টি সংস্করণ রয়েছে। একটি ভ্যারিয়েন্টে রয়েছে ৬ জিবি র্যাম (যা ১১ জিবি পর্যন্ত বাড়ানো যাবে) ও ১২৮ জিবি রম। এর বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১৯,৪৯০ টাকা। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রমের অন্য ভ্যারিয়েন্টটির দাম মাত্র ১৭,৪৯০ টাকা। প্রিজম ব্লু ও প্রিজম ব্ল্যাক – এ দু’টি দুর্দান্ত রঙে পাওয়া যাচ্ছে রিয়েলমি ৯ আই। বিস্তারিত জানতে ক্লিকঃ https://www.realme.com/bd/realme-9i
রিয়েলমি:
ই-কমার্সের বিস্তৃত প্রেক্ষাপটে দৃঢ় পারফরমেন্স এবং ট্রেন্ডি ডিজাইন সরবরাহকারী ডিভাইস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ২০১৮ সালের মে মাসে রিয়েলমি প্রতিষ্ঠিত হয়েছিল। রিয়েলমির বিভিন্ন পণ্য প্রবর্তনের সাথে সাথে তাদের ‘পাওয়ার’ এবং ‘স্টাইল’ এর জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে। ভারতে রিয়েলমি দীপাবলির সময় ৩ দিনের মধ্যে ১ মিলিয়ন মোবাইল ফোন বিক্রি রেকর্ড গড়েছিল। রিয়েলমি দক্ষিণ-পূর্ব এশিয়ার লাজাদার বিক্রির রেকর্ডও ভেঙে এই প্ল্যাটফর্মের মোবাইল ফোন বিভাগে ১ নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছিল। চীন, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, মিশর ইত্যাদির মতো খুব অল্প সময়ের মধ্যেই রিয়েলমে ৬১টিরও বেশি দেশের বাজারে প্রবেশ করেছে। ফেব্রুয়ারি ২০২০, রিয়েলমি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। রিয়েলমি শক্তিশালী পারফরম্যান্স, আড়ম্বরপূর্ণ ডিজাইন, আন্তরিক পরিষেবাগুলো সরবরাহ এবং স্মার্টফোনের আরও সম্ভাবনা অন্বেষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত