রিসডা-বাংলাদেশের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৪ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৪
রিসোর্স ইন্টিগ্রেশন এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন বাংলাদেশ (রিসডা-বাংলাদেশ) এর অঙ্গপ্রতিষ্ঠান রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজী (RIT) কর্তৃক BACI-SEIP প্রকল্পের ট্রান্স-৩, ইনটেক-০১ এর প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিসডা বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ হেমায়েত হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত BACI-SEIP প্রকল্পের ট্রান্স-৩, ইনটেক-০১ এর প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যান মন্ত্রনালয়ের সমাজসেবা অধিদপ্তরের মাননীয় উপ-পরিচালক জনাব স্বপন কুমার হালদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BACI-SEIP প্রকল্পের চীফ-কো-অর্ডিনেটর (ভারপ্রাপ্ত) জনাব ইমন তানভীর হুদা , সমাজসেবা অধিদপ্তরের সহকারি-পরিচালক মোঃ জিয়াউর রহমান , রিসডা বাংলাদেশর স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের ডিরেক্টর জনাব ইঞ্জি.কনক লতা । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের এসিসটেন্ট ডিরেক্টর জনাব মোঝ্ঝাম্মেল হোসাইন মাসুদ , সিনিয়র ম্যানেজার মোহাম¥দ রাশেদুজ্জামান, ম্যানেজার এডমিন মু. জামাল উদ্দিন , ডেপুটি ম্যানেজার , ফাইন্যান্স মোহাম্মদ রাজীব প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত