রিসডা-বাংলাদেশের উদ্যোগে মহান বিজয় দিবস উদ্যাপন

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১৭:৩৬ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:৪০

রিসোর্স ইন্টিগ্রেশন এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন বাংলাদেশ [রিসডা-বাংলাদেশ] এর অঙ্গপ্রতিষ্ঠান রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজী [জওঞ]  এবং এফ.কে পলিটেকনিক ইনস্টিটিউট  এর উদ্যোগে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, র‌্যালী, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

রিসডা বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ হেমায়েত হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রিড়া মন্ত্রণালয় এবং শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ও অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ আব্দুল করিম এনডিসি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিসডা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ মোশাররফ হোসাইন ও চীফ অপারেটিং অফিসার জনাব মোঃ হাফিজুর রহমান । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল মোঃ মকবুল হোসেন মোল্যা , উপ-পরিচালক আবু সুফিয়ান ,সহকারি পরিচালক মোঃ হুমায়ন কবির ,ম্যানেজার মোহাম্মদ রাশেদুজ্জামান ,  সহকারি ব্যবস্থপক (প্রশাসন ও গণসংযোগ) মু.জামাল উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত