রিশার্লিসনের নৈপুণ্যে কোয়ার্টার-ফাইনালে উঠল ব্রাজিল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ১৭:৪০ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:০৬

প্রথম ম্যাচে উপহার দিয়েছিলেন দারুণ হ্যাটট্রিক। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জোড়া গোল করলেন রিশার্লিসন। অপরাজিত থেকে টোকিও অলিম্পিকসের ফুটবল ইভেন্টের কোয়ার্টার-ফাইনালে উঠল ব্রাজিল।

সাইতামা স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে গতবারের সোনাজয়ীরা। চুনহা মাথেউসের গোলে তারা এগিয়ে যাওয়ার পর সৌদি আরবকে সমতায় ফেরান আব্দুলেলাহ আলামরি। দ্বিতীয়ার্ধে জোড়া গোলে ব্যবধান গড়ে দেন রিশার্লিসন।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার-ফাইনালে উঠল দানি আলভেসের নেতৃত্বাধীন দলটি।

গতবারের ফাইনালিস্ট জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে আসর শুরু করা ব্রাজিল নিজেদের দ্বিতীয় ম্যাচে কোত দি ভোয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল।

ম্যাচের চতুর্দশ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। ক্লাওদিনিয়োর কর্নারে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন মাথেউস। বলে হাত লাগালেও আটকাতে পারেননি গোলরক্ষক।

২৭তম মিনিটে স্কোরলাইনে আসে সমতা। ডান প্রান্ত থেকে আলফারাজ সালমানের ফ্রি কিকে গোলমুখ থেকে হেডে গোলটি করেন আলামরি।

৬৬তম মিনিটে মাথেউসের শট পোস্টে বাধা পায়। ১০ মিনিট পর রিশার্লিসনের হেডে ফের এগিয়ে যায় ব্রাজিল।

৮৯তম মিনিটে জালে বল পাঠিয়েও অফসাইডের কারণে গোল পাননি রিশার্লিশন। যোগ করা সময়ে রেইনারের বাড়ানো বল খুব কাছ থেকে জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন এভারটনের এই ফরোয়ার্ড। আসরে এটি তার পঞ্চম গোল।

একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে কোত দি ভোয়ার বিপক্ষে ১-১ ড্র করে ছিটকে গেছে গতবারের রুপাজয়ী জার্মানি।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ব্রাজিলের পয়েন্ট ৭; এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে পরের রাউন্ডে উঠেছে কোত দি ভোয়া।

একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে জার্মানি এবং তিন ম্যাচে জয়হীন থেকে সৌদি আরব ছিটকে গেল গ্রুপ পর্ব থেকে।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত