রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৩, ১২:০৫ |  আপডেট  : ৯ মে ২০২৪, ১১:৫৮

মার্কিন ডলার (ফাইল ছবি)

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর অন্যতম কারণ হলো, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৪০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা ছাড় করেছে। এছাড়া পবিত্র ঈদুল আজহার আগে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, বুধবার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ০১ বিলিয়ন ডলারে; যা মঙ্গলবার (২০ জুন) ছিল ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশকে বাজেট সহায়তা বাবদ ৪০০ মিলিয়ন ডলার দিয়েছে। 

এদিকে চলতি মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৫৩ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ১ দশমিক ১০ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের ১ জুলাই (২০২২) থেকে ২০ জুনের (২০২৩) মধ্যে রেমিট্যান্স এসেছে ২০ দশমিক ৯৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেশি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত