রাঢ়ী খাল ইউপি চেয়ারম্যান প্রার্থী বারেক খান বারীর উঠান বৈঠক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২১, ২১:৩৭ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ০৭:১৯
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ী খাল ইউনিয়নের নৌকা প্রতিকের মনোনিত চেয়ারম্যান প্রার্থী বারেক খান বারীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় ইউনিয়নের বাগান বাড়ী ঐক্য পরিষদ চত্তরে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আবুল হাসেম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সাবেক সাংসদ সানজিদা খানম মালা। জিএম খালিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য গোলাম সারোয়ার মামুন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সদস্য মাকসুদুল আলম ডাবলু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেলা পারভিন রানু, রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেদোয়ান ঢালী, সাধারণ সম্পাদক হানিফ বেপারী ও স্বপন ইসলাম প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত