রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে মাদারীপুরে বিএনপি’র জনসমাবেশ
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ১৮:২০ | আপডেট : ১ নভেম্বর ২০২৫, ২৩:৩৫
রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে বিশাল জনসমাবেশের আয়োজন করেছে মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী।
শনিবার বিকেলে শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী।
তিনি বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ। বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে পারলেই জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নাদিরা মিঠু চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত