মাদারগঞ্জের ঝিনাই নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ-১
ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ১৬:৫৮ | আপডেট : ১ নভেম্বর ২০২৫, ২৩:৩৫
জামালপুর জেলার মাদারগঞ্জের ঝিনাই নদীতে গোসল করতে নেমে ডুবে ৪শিশু মারা গেছে। এখনো নিখোঁজ রয়েছে এক শিশু। গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) ৩ শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আজ শনিবার (১ নভেম্বর) সকালে নিখোঁজ আরো এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।
শুক্রবার যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তারা হলো চরভাটিয়ানি এলাকার প্রবাসী দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (১২) ও ছেলে আবু হাসান (৮) এবং বাউসী এলাকার নুর ইসলামের মেয়ে সাবেরা আক্তার (৮)। আজ শনিবার (১নভেম্বর) সকালে সিধুলি ইউনিয়নের চরভাটিয়ানী আমতলা এলাকায় আনার সরকারবাড়ির ঘাট এলাকায় নদী থেকে কুলছুম (৮) নামে এক শিশু লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন। কুলছুম সরিষাবাড়ী উপজেলার ভাটারা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আজাদ মিয়ার মেয়ে। অপরদিকে বৈশাখী নামে আরো এক শিশু। বৈশাখীর মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস।
জানা গেছে, শুক্রবার (৩১অক্টোবর) বিকালে শিশুরা খেলাধুলা শেষে পার্শ্ববর্তী ঝিনাই নদীতে গোসল করতে নামলে প্রথমে একজন ডুবে যায়। পরে তাকে খুঁজতে গিয়ে অন্য দুজন পানিতে ডুবে মারা যায়।
এলাকাবাসী জানান, তিনজনের লাশ জড়াজড়ি অবস্থায় ছিল। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিপন মিয়া জানান, এখনো নিখোঁজ বৈশাখী নামে এক শিশুকে মৃত অথবা জীবিত উদ্ধার কাজ চলমান আছে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ জানান, খেলাধুলা শেষে শুক্রবার সন্ধ্যায় যমুনার শাখা ঝিনাই নদীতে গোসল করতে নামলে পাঁচ শিশু পানিতে ডুবে মারা যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। ৪ শিশুর মৃত্যু ও এক শিশু নিখোঁজ থাকায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত